যেভাবে অবৈধ বাংলা ফন্টের সাইটটি গুগলে rank করেছিল | বাংলা টাইপোগ্রাফি ডিজাইন
বাংলা ফন্টের অবৈধ সাইটটি সম্পর্কে আমরা সবাই কম বেশী জানি। বর্তমানে সাইটটি ব্যান করা হয়েছে। সাইটটি কিভাবে Rank করেছিল। এর কিছু বিবরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এখানে আমি আপনাদের সাথে কিছু SEO টিপ্স শেয়ার করবো। যারা বাংলা ফন্ট নিয়ে লেখা-লেখি করেন বা বাংলা ফন্ট ফাউন্ড্রির owner . আশা করি, SEO মার্কেটিং এ তাদেরকে সহায়তা করবে। আপনি জেনে অবাক হবেন, গুগলে Bangla Font লিখে সার্চ করলে অবৈধ সাইটটি প্রথম পেজে Show করত। অথচ, সেইম কিওয়ার্ড লিখে সার্চ ফন্টবিডি ৭-৮ নাম্বার পেজে Show করত। কিন্তু, কেনই বা এমনটা হত? এমনটা হওয়ার পিছনে অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে। সেগুলো এক এক করে পর্যালোচনা করবো।
যেভাবে অবৈধ বাংলা ফন্টের সাইটটি গুগলে rank করেছিল |
দ্বিতীয়ত, প্রতিটি ফন্টের সাথে thumbnail যুক্ত ছিল। যার ফলে, কেউ বাংলা ফন্ট/ টাইপোগ্রাফি লিখে সার্চ করে ইমেজ ক্যাটাগরি সিলেক্ট করলে অবৈধ সাইটের অনেকগুলো ইমেজ গুগলের ফাস্ট পেজে Show করত। বলে রাখা ভালো, বাংলা ফন্ট/ বাংলা টাইপোগ্রাফি এগুলো Similar Ward. এ ক্ষেত্রে বড় বড় ফাউন্ড্রিগুলো ফন্টের সাথে thumbnail এড করে না। SEO র ক্ষেত্রে এটি একটি মারাত্মক ভুল। আজকে হয়তো বা প্রথম পেজে আছেন। কেউ সঠিক মার্কেটিংয়ের কারণে আপনার থেকে এগিয়ে যেতে পারে। আপনি পিছনে পড়ে যেতে পারেন। আবার এমনও সাইট রয়েছে। প্রিমিয়াম ফন্টে ডেসক্রিপশন পর্যন্ত যুক্ত করে নাই। আপনি যদি দ্রুত সাইট Rank করাতে চান। তাহলে, ফন্ট রিলিজের সময় ফন্টের thumbnail ও যুক্ত করে দিবেন। তাহলে, দ্রুত Rank করতে পারবেন।
তাছাড়া, আরও অনেকগুলো কারণ রয়েছে। যেমন: ফেসবুক থেকে আসা পর্যাপ্ত ভিজিটর সাইটটি Rank লিস্টে নিয়ে আসতে সাহায্য করে। প্রিমিয়াম ফন্ট ফ্রিতে বিতরণের কারণে মানুষ সাইটটির দিকে দিন দিন ঝুঁকতে থাকে। আমার যতটুকু ধারণা, অবৈধ সাইটটি তৈরির পেছনে বড়(!) কারও হাত রয়েছে। আর এটি পরস্পর প্রতিহিংসার ফসল। অবৈধ সাইটটি বন্ধের পিছনে সব চাইতে বেশি অবদান যিনি রেখেছেন। তাঁকে অসংখ্য ধন্যবাদ। তবে, অবৈধ সাইটটির পাশাপাশি অবৈধ পেজটিও রিপোর্ট করে বন্ধ করে দিতে পারলে আরও ভালো হত। কেননা, তারা একেক পর এক নতুন সাইট তৈরি করে যাবে। ভিজিটর সেই পেজ থেকে কালেক্ট করবে।
একটি মন্তব্য পোস্ট করুন