প্রকাশিত হতে যাচ্ছে নতুন বাংলা টাইপোগ্রাফি ফন্ট আবুল ক্বাসিম | Al Qasim bangla font
বহু প্রতীক্ষার পর এবার প্রকাশিত হতে যাচ্ছে আবুল ক্বাসিম বাংলা ফন্ট। ফন্ট বাংলা টাইপোগ্রাফি ডিজাইনের জন্য উপযোগী। ফন্টটি বর্ণ এনকোডিং সহ মাত্রালতা, সা:, রা:, রহ:, হাফি: ফিচার যুক্ত থাকবে। ইনিকোডের পাশাপাশি আন্সি ভার্সনেও প্রকাশিত হবে। ফন্টটি ২২শে জানুয়ারি, ২০২২ সালে ফন্টবিডি থেকে ফন্টটি প্রকাশিত হবে। নতুন এই ফন্টটি সম্পর্কে আপনার অভিমত কমেন্টবক্সে জানি পাশে থাকুন।
| আল ক্বাসিম বাংলা ফন্ট |
ডেভেলপার: এহসান আল মাহফুজ।
প্রকাশকাল: ২২শে জানুয়ারী, ২০২২
ধরণ: ইউনিকোড, বর্ণ এবং ANSI
স্টাইল: ২ টি

একটি মন্তব্য পোস্ট করুন