প্রকাশিত হতে যাচ্ছে নতুন বাংলা টাইপোগ্রাফি ফন্ট আবুল ক্বাসিম | Al Qasim bangla font
বহু প্রতীক্ষার পর এবার প্রকাশিত হতে যাচ্ছে আবুল ক্বাসিম বাংলা ফন্ট। ফন্ট বাংলা টাইপোগ্রাফি ডিজাইনের জন্য উপযোগী। ফন্টটি বর্ণ এনকোডিং সহ মাত্রালতা, সা:, রা:, রহ:, হাফি: ফিচার যুক্ত থাকবে। ইনিকোডের পাশাপাশি আন্সি ভার্সনেও প্রকাশিত হবে। ফন্টটি ২২শে জানুয়ারি, ২০২২ সালে ফন্টবিডি থেকে ফন্টটি প্রকাশিত হবে। নতুন এই ফন্টটি সম্পর্কে আপনার অভিমত কমেন্টবক্সে জানি পাশে থাকুন।
আল ক্বাসিম বাংলা ফন্ট |
ডেভেলপার: এহসান আল মাহফুজ।
প্রকাশকাল: ২২শে জানুয়ারী, ২০২২
ধরণ: ইউনিকোড, বর্ণ এবং ANSI
স্টাইল: ২ টি
একটি মন্তব্য পোস্ট করুন