Adobe Photoshop এ বাংলা লিখবেন কিভাবে? দেখে নিন নিয়ম
ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য অ্যাডবি সফটওয়্যারগুলির গুরুত্ত্ব ও ভূমিকা অপরসীম। কিন্তু Adobe Photoshop, Adobe Illustrator সফটওয়্যারগুলিতে বাংলা লিখতে গেলে একধরণের ঝামেলা পোহাতে হয়। আজকের টিউটোরিয়ালে দেখানো হবে, Adobe Photoshop-এ বাংলা লিখার নিয়ম। এভাবে ক্রমান্নয়ে আগামীতে অ্যাডোবির অন্যান্য সফটওয়্যারে কিভাবে বাংলা লিখা যায়, সেগুলির টিউটোরিয়াল দেওয়া হবে। তাই নিয়মিত আপডেট পেতে টিপসটিউনের সাথেই থাকুন।
ANSI ফন্টগুলি সাধারণত খুব বেশি এভেইলেবল থাকেনা, তাই টিউটোরিয়ালটিতে দেখানো হবে কিভাবে ফটোশপে Unicode-এর মাধ্যমে বাংলা লিখবেন। Unicode-এর মাধ্যমে আপনি বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারবেন, পাশাপাশি এটি টাইপ করতেও সহজ। তাই খুব বেশি কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক।
প্রথমে Adobe Photoshop-এ যাওয়ার পর Text Tool টি সিলেক্ট করতে হবে। তারপর Kalpurush ফন্ট ব্যবহার করে ইউনিকোডে "টিপসটিউন.নেট" (উদাহরণস্বরুপ) লিখা হলে দেখা যায়, নিচের ছবিটির মতো ফন্টটি ভেঙে গেছে। (Unicode ব্যবহারের জন্য কম্পিউটারে Avro Keyboard ইনস্টল করে রাখতে হবে)
সমস্যাটি সমাধানের জন্য আপাদের প্রথমেই যেতে হবে ফটোশপের উপরে, বাঁ দিকে থাকা Edit অপশনে ক্লিক করতে হবে।
Edit অপশনটিতে ক্লিকের পর Preferences-এ ক্লিক করতে হবে।
Preferences অপশনে ক্লিক করলে স্ক্রিণে আরও বিভিন্ন অপশন চলে আসবে। সেই অপশনগুলি থেকে Type... সিলেক্ট করতে হবে। ক্রমিকটি মনে রাখতে হবে - Edit > Preferences > Type।
Type অপশনটিতে প্রবেশের পর Choose Text Engine Options নামে একটি ট্যাব দেখা যাবে।
ট্যাবটিতে East Asian এবং Middle Eastern নামে দুটি অপশন দেখা যাবে। সেখানে ডিফল্ট হিসেবে East Asian সিলেক্ট করা থাকে।
এখানে East Asian পরিবর্তন করে Middle Eastern অপশনটি সিলেক্ট করে নিতে হবে। (সফটওয়্যারের ভার্সনভেদে নামগুলো পৃথক থাকতে পারে, কিন্তু সিলেক্ট করতে হবে নিচে থাকা অপশনটিই)
Middle Eastern সিলেক্ট করার পর OK বাটনটিতে ক্লিক করতে হবে।
উপরের কাজটুকু শেষ হওয়া মানে সমস্যাটি ইতিমধ্যে প্রায় সমাধান হয়ে গেছে।
এরপর Photoshop সফটওয়্যারটি একবার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট মানে, সফটওয়্যারটি একবার ক্লোজ করে পুনরায় ওপেন করতে হবে।
পুনরায় Photoshop ওপেন হলে আবারও Text Tool-টি সিলেক্ট করুন।
আগের মতো করে আবারও "টিপসটিউন.নেট" লিখা হলে এবার দেখা যাবে যে, ফন্টটি কিন্তু ভেঙে যাচ্ছেনা (নিচে উদাহরণস্বরুপ চিত্র রয়েছে)। বরং সুন্দরভাবে ফটোশপে বাংলা অক্ষরগুলি ফুটে উঠেছে। অর্থাৎ, এখন থেকে Photoshop-এ সকল ধরণের ফন্টে আপনি বাংলা লিখতে পারবেন।
আজকের মতো এ-পর্যন্তই। আগামীতে অ্যাডোবির অন্যান্য সফটওয়্যারে কিভাবে বাংলা লিখা যায় তার টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হবো।
ভালো থাকবে, কমেন্ট করে আমাদের ভুল-ত্রুটি হলে জানাবেন এবং উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ।
লিখেছেন: আব্দুল্লাহ আন নাহিয়ান
একটি মন্তব্য পোস্ট করুন