The Best bangla typography design in 2021 | দেখিয়ে দাও অদেখা তোমায় - বাংলা টাইপোগ্রাফি
বর্তমান সমাজে নারীবাদীরা পশ্চিমা রং-ঢং এ মেতে উঠে। নিজেদেরকে মুক্ত-স্বাধীন বলে দাবি করে। মূলত এরা তাদের পশ্চিমা প্রভুদের গোলামি করে। তারা নারীদেরকে পণ্য বানাতে চায়। তারা নারীদেরকে ছোট পোশাকে দেখতেই পছন্দ করে। আধুনিকতার নামে এরা পশ্চিমা সংস্কৃতি ভাড়া করে নিয়ে আসে। নিজেদের চক্ষু ক্ষুধা নিরবনের জন্য এরা নারীদেরকে ছোট পোশাকে দেখতে পছন্দ করে। বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান ব্যবহার করে। যেগুলো শুনতে মন মুগ্ধকর।
দেখিয়ে দাও অদেখা তোমায় - বাংলা টাইপোগ্রাফি |
ডিজাইন: দেখিয়ে দাও অদেখা তোমায়
ডিজাইনার: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
ধরন: বাংলা টাইপোগ্রাফি
একটি মন্তব্য পোস্ট করুন