Bangla Calligraphy Design with Adobe Illustrator in 2021 | প্রথা

 বরাবরেই মত আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো:  আমি কিভাবে বাংলা ক্যালিগ্রাফি ডিজাইন করে থাকি। সাধারণত, ডিজাইন করার পূর্বে আমি ব্রাশ টুলের সাহায্যে ধারণা নেওয়ার ক্যালিগ্রাফির বেসিক কাজটি সম্পন্ন করে থাকি। অনেকেই এ কাজটি কাগজে এঁকে অতঃপর স্ক্যান বা অন্য কোন উপায়ে কম্পিউটারে নিয়ে ডিজাইন করে থাকেন। আপনার কাছে যদি গ্রাফিক টেবলেট থেকে থাকে। তাহলে খামখা এ কষ্টের কোন প্রয়োজন নেই।  আমি ডিজাইনটি গ্রাফিক টেবলেটের সাহায্যে করেছি। সুতরাং, আপনারা যদি গ্রাফিক টেবলেটের সাহায্যে ক্যালিগ্রাফি ডিজাইনের বেসিক কাজটি সম্পন্ন করতে চান। তাহলে, ভিডিওটি আপনার জন্য উপকারী হবে।

As always, I have appeared before you today. In this episode I will show you: How do I design Bengali calligraphy.


ডিজাইন: প্রথা
ডিজাইনার: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম।

ভিডিও: