Bangla Calligraphy Design with Adobe Illustrator in 2021 | প্রথা
বরাবরেই মত আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। এ পর্বে আমি আপনাদেরকে দেখাবো: আমি কিভাবে বাংলা ক্যালিগ্রাফি ডিজাইন করে থাকি। সাধারণত, ডিজাইন করার পূর্বে আমি ব্রাশ টুলের সাহায্যে ধারণা নেওয়ার ক্যালিগ্রাফির বেসিক কাজটি সম্পন্ন করে থাকি। অনেকেই এ কাজটি কাগজে এঁকে অতঃপর স্ক্যান বা অন্য কোন উপায়ে কম্পিউটারে নিয়ে ডিজাইন করে থাকেন। আপনার কাছে যদি গ্রাফিক টেবলেট থেকে থাকে। তাহলে খামখা এ কষ্টের কোন প্রয়োজন নেই। আমি ডিজাইনটি গ্রাফিক টেবলেটের সাহায্যে করেছি। সুতরাং, আপনারা যদি গ্রাফিক টেবলেটের সাহায্যে ক্যালিগ্রাফি ডিজাইনের বেসিক কাজটি সম্পন্ন করতে চান। তাহলে, ভিডিওটি আপনার জন্য উপকারী হবে।
ডিজাইনার: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম।
ভিডিও:
একটি মন্তব্য পোস্ট করুন