Bengali typography design in memory of poet Nazrul Islam

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বল বীর বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করা হয়েছে। কবি নজরুলের চিন্তাধারা ছিল ব্যাপক, যা তার সাহিত্যকর্মের দিকে তাকালেই বুঝা যায়। রেখে গেছেন অসংখ্য কবিতা। যা পাঠকের মনকে আকৃষ্ট করে তুলে। তিনি ব্যাক্তি জীবনে শুধু কবিই ছিলেন না। বরং ছিলেন একজন সাহিত্যিক, ইংরেজ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী। ইংরেজ বিরোধী লেখা-লেখির কারনে জীবনে জেলও খেটেছেন বহুবার। তিনি ২৯ই আগষ্ট, ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।


Bengali typography design in memory of poet Nazrul Islam. Bangla Calligraphy.  Babgla Font
Bengali typography design in memory of poet Nazrul Islam

  ডিজাইন: বল বীর
  ডিজাইন: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
  ব্যবহৃত ফন্ট: সাঈদ মোয়াজ