Bangla Typeface/Font Design Online Course: 01

বাংলা টাইপফেস/ফন্ট ডিজাইন অনলাইন কোর্সে আপনাকে স্বাগতম। এ কোর্সটি সম্পূর্ণ ফ্রি। এই কোর্সে পেন টুলের সাহায্যে বাংলা বর্ণ, সংখ্যা, সিম্বল ডিজাইন করে দেখানো হবে। আমি আশা করি, এ কোর্সটি আপনাদের দক্ষতাকে আরো বহুগুণ বাড়িয়ে দিবে। নিত্যনতুন বাংলা ফন্ট ডিজাইনে আরো বেশী আগ্রহী করে তুলবে।
বলে রাখা ভালো, বাংলা ফন্ট ডিজাইনের ক্ষেত্রে কয়েকটি বর্ণ ডিজাইন করলেই বাকিগুলো ডিজাইন করাটা সহজ হয়ে যায়। এ জন্য ডিজাইনের সুবিধার্থে শুরুতে সে সকল বর্ণগুলো প্রথমে ডিজাইন করে দেখানো হবে। এরপর থেকে পর্যন্ত বর্নগুলো ডিজাইন করে দেখানো হবে।

This video is about Bangla typeface/font design. The video will show the basics of Bangla typeface/font design. Bangla Font design basic course.
Bangla Typeface/Font Design Online Course: 01

 

যা থাকছে এ পর্বে:
  •  ফন্ট ডিজাইনের সহজ পদ্ধতি
  • বাংলা টাইপফেস ডিজাইনের সূক্ষ্ম কৌশল
  • ’অ’ থেকে ‘ঔ’ পর্যন্ত বর্ণগুলোর ডিজাইন।