মোবাইল দিয়ে বাংলা ফন্টগ্রাফি ডিজাইন শিখুন - ২০২১ | khalid kalkini font

যেকোন ছবির সাথে সিম্পল কিছু লেটারিং ছবিটার আকর্ষণ অনেক গুন বাড়িয়ে দিতে পারে। অথবা প্রকাশ করতে পারে ছবির ভেতরকার কোন গল্প । কম্পিউটারের পাশা-পাশি মোবাইলেও আপনি তৈরি করতে পারবেন বাংলা ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি ডিজাইন। Infinite painter অ্যাপ্লিকেশনটি বাংলা টাইপোগ্রাফি ডিজাইনের ব্যবহার করতে পারেন। আমি এখানে খালিদ কালকিনি ফন্টটি ব্যবহার করেছি। আপনারাও আপনাদের পছন্দসই ফন্ট দিয়ে এভাবে বাংলা লেটারিং বা টাইপোগ্রাফি ডিজাইন করতে পারেন। 


বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করুন খালিদ কালকিনি ফন্ট দিয়ে
আমি একা - বাংলা টাইপোগ্রাফি