বাংলা টাইপোগ্রাফি ডিজাইন: পড় তোমার প্রভুর নামে | | Bangla Typography in 2020
আল্লাহ তা’য়ালা মানব জাতীর হেদায়াতের জন্য তার পবিত্র গ্রন্থ আল-কুরআন অবতীর্ণ করেন এবং তিনি তাতে সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করেন, সেটিই হল: اقرا باسم ربك الذي خلق তথা, পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাই, আজকে এ আয়াতকে কেন্দ্র করে এই বাংলা টাইপোগ্রাফিটি ডিজাইন করা। উক্ত টাইপোগ্রাফিটি শরীফ জেসমিন ফন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে এবং প্রয়োজনীয় মাত্রালতা যোগ করা হয়েছে।
পড় তোমার প্রভূর নামে - বাংলা টাইপোগ্রাফি |
একটি মন্তব্য পোস্ট করুন