বাংলা টাইপোগ্রাফি ডিজাইন: পড় তোমার প্রভুর নামে | | Bangla Typography in 2020

আল্লাহ তা’য়ালা মানব জাতীর হেদায়াতের জন্য তার পবিত্র গ্রন্থ আল-কুরআন অবতীর্ণ করেন এবং তিনি তাতে সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করেন, সেটিই হল: اقرا باسم ربك الذي خلق তথা, পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাই, আজকে এ আয়াতকে কেন্দ্র করে এই বাংলা টাইপোগ্রাফিটি ডিজাইন করা। উক্ত টাইপোগ্রাফিটি শরীফ জেসমিন ফন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে এবং প্রয়োজনীয় মাত্রালতা যোগ করা হয়েছে।

শরীফ জেসমিন ফন্ট দিয়ে সহজ উপায়ে বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করান। বাংলা টাইপোগ্রাফি ডিজাইন: পড় তোমার প্রভুর নামে | Bangla Typography in 2020
পড় তোমার প্রভূর নামে - বাংলা টাইপোগ্রাফি