বাংলা টাইপোগ্রাফি | Bangla Typography in 2020

“শুধু নামে নয়, কাজেও হয় বদমাশ’ বাংলা টাইপোগ্রাফিটি শামীম চলন্তিকা ফন্ট দিয়ে তৈরি করা হয়েছে। তবে, “বদমাশ” লেখাটিতে শরীফ জেসমিন ফন্ট ব্যবহার করা হয়েছে। আপনাদেরকে ফন্ট দিয়ে টাইপোগ্রাফি ডিজাইন সম্পর্কে ধারনা দেওয়ার জন্য ৫০ এর অধিক বাংলা টাইপোগ্রাফি ডিজাইন আপলোড দিয়েছি। উপরে মেনুতে ক্যাটাগরি থেকে বাংলা টাইপোগ্রাফি সিলেক্ট করুন। তাহলে, আমাদের সকল টাইপোগ্রাফি একত্রে দেখতে পাবেন।

আপনার পছন্দসই ফন্ট দিয়ে বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করুন এবং বাংলা টাইপোগ্রাফি ডিজাইন সম্পর্কে ধারণা নিন। জেনে নিন, কিভাবে বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করবেন