ডোমেইন পরিবর্তন নিয়ে বাস্তব অভিজ্ঞতা | Blogger domain change
গত ১১/৮/২০২১ তারিখে ওয়েবসাইটে .com ডোমেইন যুক্ত করা হয়। পূর্বে সাইটটিতে .xyz ডোমেইন যুক্ত ছিল। বেশ কিছু সমস্যার কারণে ডোমেইনটি পরিবর্তন করা হয়। তবে পরিবর্তনের কাজটি একেবারেই সহজ ছিল না। গুগলে ইনডেক্স হওয়া সকল পোস্ট পুনরায় ইনডেক্স করতে বেশ ঝামেলা পোহাতে হয়। এ যাত্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পাশাপাশি নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। আজকে এর বিস্তারিত বিবরণ দিব। আপনার যদি পুরাতন ডোমেইন থাকে আর গুগল সার্চ কনসোলে পুরাতন ডোমেইনে ইনডেক্স হওয়া সকল পোস্ট নতুন ডোমেইনে Move করাতে চান। তাহলে সর্বপ্রথম পুরাতন ডোমেইনটি নতুন ডোমেইনে 301 পার্মানেন্ট রিডাইরেক্ট করতে হয়। আমি CloudFire এর মাধ্যমে নতুন ডোমেইনে রিডাইরেক্ট করি। অবশ্য রিডাইরেক্ট হতে ৩-৪ ঘণ্টার মত সময় লাগে। নতুন ডোমেইন graphicbari.com ব্লগ সাইটে যুক্ত করি। dns আপডেট হতে আরও ৪-৫ ঘণ্টার মত ওয়েট করতে হয়।
কাস্টম ডোমেইন যুক্ত হলেও ওয়েবসাইটটি ব্রাউজ করা যাচ্ছিল না। এদিকে বেশ কয়েকজন আমাকে বিষয়টি অবহিত করেন। দীর্ঘ সময় চেষ্টার পরও সমাধান হচ্ছিল না। মূল সমস্যাটি বের করার জন্য ইউটিউবে দীর্ঘক্ষণ ঘাঁটাঘাঁটি করার পরও কোনো আশানুরূপ ফলাফল পাইনি। এভাবেই একদিন অতিবাহিত হয়। প্রথমত সাইটটি ব্রাউজ করা যাচ্ছিল না। দ্বিতীয়ত, Https ইনেবল থাকা সত্ত্বেও Not secure দেখাচ্ছিল। অবশেষে সমস্যাটি সমাধান হয়। আমি কাস্টম ডোমেইন পরিবর্তনের পাশাপাশি কাস্টম থিম পরিবর্তন করেছিলাম। ডিফল্ট থিম এপ্লাই না করেই সরাসরি কাস্টম থিম এপ্লাই করতে সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে সমস্যাটি সমাধান হয়। পূর্বে ওয়েবসাইটে যুক্ত থাকা .xyz ডোমেইনে এডসেন্স এপ্রুভ ছিল। .com ডোমেইন যুক্ত করার পর গুগল সার্চ কনসোলে পুরাতন ডোমেইনের সকল ডাটা নতুন ডোমেইনে Move করার পূর্বেই এডসেন্স এর জন্য এপ্লাই করলে তা রিজেক্ট করে দেয়। ফলে নতুন বিড়ম্বনায় পড়তে হয়।
কেন .xyz ডোমেইন থেকে .com ডোমেইনে মুভ করেছিলাম?
.xyz ডোমেইনের কতিপয় সমস্যা:
- ৯৯ টাকায় ক্রয় করা সস্তা .xyz ডোমেইনটি পরবর্তী বছর রিনিউ করতে .com ডোমেইনের মত হাজার টাকার মতো খরচ হয়।
- ডোমেইনের Age, Alexa, Traffic country ইত্যাদি দেখা যায় না।
- .xyz ডোমেইন .com, .net, .org ইত্যাদি পাওয়ারফুল ডোমেইনের তূলনায় rank করতে বেশি সময় নেয়।
- .com, .net, .org ডোমেইনগুলো হল পাওয়ারফুল। যা সর্বত্রই প্রসিদ্ধ এবং ব্যবহৃত হয়। কিন্তু, .xyz ডোমেইন এর বিপরীত।
একটি মন্তব্য পোস্ট করুন