বাংলা প্যারাগ্রাফ ফন্ট প্রকাশিত শীঘ্রই হচ্ছে | Bangla paragraph font

আস্সালামু আলাইকুম! কেমন আছেন আপনারা? আশা করি, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাংলা টাইপোগ্রাফি ফন্টের চাহিদা বেশি হওয়ায় বর্তমানে ডিজাইনারগণ টাইপোগ্রাফি ফন্ট ডিজাইনের দিকে বেশি ঝুঁকছেন। তবে, টাইপোগ্রাফি ফন্ট তৈরির পাশা-পাশি বই লেখার উপযোগী প্যারাগ্রাফ ফন্টের দিকেও গুরুত্ব দেওয়াটা জরুরি। এ জন্যই নতুন প্যারাগ্রাফ ফন্ট নিয়ে আসব। এবং সেই প্যারাগ্রাফ ফন্টের ওপর ভিত্তি করে একাধিক টাইপোগ্রাফি ফন্টও তৈরি করা হবে। ইনশা আল্লাহ্!

বাংলা প্যারাগ্রাফ ফন্ট প্রকাশিত শীঘ্রই হচ্ছে! Bangla paragraph font will be published soon at fontbd.com .
বাংলা প্যারাগ্রাফ ফন্ট প্রকাশিত শীঘ্রই হচ্ছে | Bangla paragraph font

বাংলা প্যারাগ্রাফ ফন্ট প্রকাশিত শীঘ্রই হচ্ছে!
ফন্ট ডেমো


বর্তমানে অনেকগুলো বাংলা ওপেন সোর্স ফন্ট রয়েছে। সেগুলোর ওপর ভিত্তি করে প্যারাগ্রাফ ফন্ট তৈরি করা যেতে পারে। এতে করে অভিজ্ঞতা বৃদ্ধির পাশা-পাশি ফন্টের অনেক খুঁটি-নাটি বিষয় আয়ত্ত হয়ে যায়। বিশেষ করে, প্রতিটি বর্ণের সঠিক মাপ সম্পর্কে সঠিক অর্জিত হয়। সেগুলো বেসিক প্যারাগ্রাফ ফন্টের অনুসরণ করা ব্যতীত বোঝা যায় না।  শীঘ্রই ফন্টগুলো বাংলা ফন্ট ফাউন্ড্রি ফন্টবিডি থেকে প্রকাশিত হবে। ফন্টগুলোতে মাত্রালতা, (সা:) ফিচার যুক্ত করা হবে। ফন্টগুলোতে বর্ণ এনকোডিং সহ  ইউনিকোড, আন্সি সমর্থিত।