বাংলা ফন্ট ডেভেলপমেন্ট কোর্স ও আমার অভিজ্ঞতা - Tips Tune

ফাইনালি ফন্টবিডির উদ্যোগে আয়োজিত বাংলা ফন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণ করি। কোর্সটির মূল্য ৩ হাজার টাকা  নির্ধারণ করা হলেও ফন্টবিডি 'র ডিজাইনার হওয়ার সুবাদে কোর্সে ফ্রিতে অংশগ্রহণের সুযোগ ছিল। পূর্ব থেকেই বাংলা ফন্ট ডেভেলপমেন্ট সম্পর্কে মোটামুটি ধারণা ছিল। কেননা, ইতিমধ্যেই অল মামুন হোসেন ভাইয়ের ভিডিওগুলো দেখে ইউনিকোড ফন্ট ডেভেলপের কাজ শেখা হয়েছে। অবশ্য এ ক্ষেত্রে বিশেষ সহযোগী ছিলেন বাংলা ফন্ট ফাউন্ড্রি বর্ণ৫২ ‘র প্রতিষ্ঠাতা রাসেল ভাই।

বাংলা ফন্ট ডেভেলপমেন্ট কোর্স। ফাইনালি ফন্টবিডি র উদ্যোগে আয়োজিত বাংলা ফন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণ করি। Bangla Font Development Course
বাংলা ফন্ট ডেভেলপমেন্ট কোর্স ও আমার অভিজ্ঞতা

যারা বাংলা ফন্ট নিয়ে কাজ করেন। তাদের মধ্যে দু-একজন ব্যতীত বাকি সকলেই ডেভেলপের জন্য FontCreator ব্যবহার করেন। কেননা, FontCreator ব্যবহার করাটা অধিক সহজ। তবে, আমার কাছে FontCreator এ কাজ করাটা কঠিন মনে হত। এ কারণে Fontlab এ গ্লিফগুলো ঠিকঠাক বসিয়ে otf ফরম্যাটে export করে FontCreator এ ওপেন opentype Futures যুক্ত করতাম। এভাবে ফন্ট ডেভেলপ করাটা বেশ কষ্ট সাধ্য। কিন্তু, FontCreator এ কিভাবে টেমপ্লেট তৈরি করতে হয়; কিভাবে গ্লিফগুলো বসাতো হয়; তা না জানা থাকার দরুন ভোগান্তিতে পড়তে হয়েছিল। তাছাড়া, Ansi  ফন্ট ডেভেলপের ব্যাপারে বিন্দু মাত্র ধারণাও ছিল না। পরিপূর্ণ দক্ষতা অর্জন করার জন্য কোর্সে অংশগ্রহণ করি। ফন্টবিডি 'র অন্যান্য ডিজাইনারগণও কোর্সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

বাংলা ফন্ট ডেভেলপমেন্ট কোর্সে যা শিখানো হয়েছে:

  • বাংলা ইউনিকোড ফন্ট ডেভলপমেন্ট
  • ওপেনটাইপ ফিচার
  • স্পেশাল ফিচার ক্রিয়েট
  • আন্সি ফন্ট ডেভলপমেন্ট (বিজয়২০০৩, বিজয় ৫২ এবং বর্ণ এনকোডিং)
  • ইংরেজী ফন্ট ডেভলপমেন্ট
  • ইন্টার্ণি করার সুবিধা

মোট কথা, বাংলা ফন্ট ডেভলপমেন্টের A to Z সব কিছুই শেখানো হয়েছে কোর্সটিতে।

পরিশেষে, দক্ষ ডেভেলপারের সঠিক দিক নির্দেশনা ছাড়া কেউ  অভিজ্ঞ ডেভেলপার হতে পারে না। যারা বাংলা ফন্ট ডেভেলপমেন্ট কোর্সে আগ্রহী। তারা চাইলে এ কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেন। কোর্সে অংশগ্রহণ করতে চাইলে নিতে দেওয়া লিংকে ক্লিক করে যোগাযোগ করতে পারেন।

{getButton} $text={বাংলা ফন্ট ডেভেলপমেন্ট কোর্স} $icon={link} $color={Hex Color}