Add cookies notification widget to Blogger site | ব্লগার সাইটে কুকিজ নোটিফিকেশন widget যুক্ত করুন


আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আর্টিকেলে আমি আপনাদের বলতে যাচ্ছি, কিভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে খুব সহজেই Cookies Notification Bar যুক্ত করতে পারবেন। তো চলুন, শুরু করা যাক। আজকের আর্টিকেলে দেখানো Cookies Widget-টির মাধ্যমে আপনি আপনার ব্লগে কুকিজের একটি পপ-আপ বক্স প্রদর্শিত করতে পারবেন। কিভাবে উইজেটটি তৈরী করবেন, বিস্তারিতভাবে তা নিম্নে বর্ণনা করা হলো।

Add cookies notification widget to Blogger site | ব্লগার সাইটে কুকিজ নোটিফিকেশন widget যুক্ত করুন


উইজেটটির বৈশিষ্ট্যাবলী:
  • শুধু একটি বিজ্ঞপ্তি প্রদর্শন বা অনুমোদনের অনুরোধ।
  • আপনার ইচ্ছেমত বক্সের ডিজাইন ও রঙ বাছাইয়ের সুযোগ।
  • বোতামের রঙ, লিঙ্ক ও বার্তা বাছাইয়ের সুযোগ।

আর্টিকেলটিতে দেখানো পদ্ধতিতে আপনি উইজেটে নিজের ইচ্ছেমতো বার্তা/টেক্সট যুক্ত করতে পারবেন, ওয়েবসাইটের গোপনীয়তা নীতি (Privacy Policy) পাতা বক্সে বার্তার সাথে সংযুক্ত করে দিতে পারবেন। যার ফলে পাঠকরা সহজেই বুঝে নিতে পারবেন যে, আপনার সাইটে কুকিজ ব্যবহার করা হচ্ছে এবং আপনার সাইটের গোপনীয়তা নীতি সম্পর্কেও পাঠকরা বিস্তারিত জানতে পারবেন।

তো, কিভাবে আপনি এটি তৈরি করবেন ও আপনার ব্লগে যুক্ত করবেন, তা নিম্নে দেখানো হচ্ছেঃ-

১। প্রথমে এই লিংকটিতে প্রবেশ করতে হবে।

লিংকটিতে প্রবেশের পর Button Text/button/#6fdb0d সদৃশ একটি সবুজ বাটন আসবে।




২। উপর্যুক্ত বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কুকিজ বক্সটিকে কাস্টমাইজ করার অপশন আসবে।



৩। এখান থেকে আপনি আপনার বার্তা, গোপনীয়তা পাতার ইউআরএল, রঙ, ডিজাইন ইত্যাদি বাছাই করে নিতে পারবে।



৪। আপনার কাস্টমাইজকৃত কুকিজ বক্সটির আউটপুট কেমন হবে, তা আপনি স্ক্রিণের ডানপাশে, নিচে দেখতে পারবেন। আপনি কেমন ডিজাইন চাচ্ছেন, তা এখান থেকে চূড়ান্ত করে নিতে পারবেন।



৫। সবকিছু নিয়ম অনুযায়ী বাছাইয়ের পর আপনি Join To Install বাটনে ক্লিক করবেন।



৬। Join To Install-এ ক্লিক করে আপনার ইমেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট তৈরী করবেন। অতঃপর নিম্নের পাতাটি স্ক্রিণে এলে বিভিন্ন প্যাকেজ পাওয়া যাবে। এখান থেকে প্রিমিয়াম অথবা ফ্রি, উভয় সার্ভিস গ্রহণ করতে পারবেন।



৭। অ্যাকাউন্টে প্রবেশের পর আপনাকে নিম্নের কোড সদৃশ একটি কোড প্রদান করা হবে, যেটি আপনার ব্লগারে যুক্ত করতে হবে। তাই, কোডটি কপি করে নিন।



৮। এরপর আপনি আপনার ব্লগার অ্যকাউন্টে প্রবেশ করুন এবং যে সাইটে উইজেটটি যুক্ত করতে চান, সেই ব্লগের Layout অপশনে ক্লিক করন। Layout পাতায় প্রবেশের পর Add a Gadget বাটনটিতে ক্লিক করুন। 



৯। Add a Gadget বাটনটিতে ক্লিকের পর বিভিন্ন অপশন আসবে। অপশনগুলি থেকে HTML/Javascript-এ ক্লিক করুন।



১০। Content বক্সে আপনার কপিকৃত কোডটি পেস্ট করুন ও SAVE করে নিন।



খুব সহজেই আপনার সাইটে যুক্ত হয়ে গেল ফ্রি কুকিজ নোটিফিকেশন উইজেট।



যখন উইজেটটি আপনার ব্লগে সফলভাবে যুক্ত হবে, তখন ব্যবহারকারীর কাছে আপনার নির্ধারিত বার্তা, গোপনীয়তা নীতি পাতার লিংক এবং পাঠক নীতিমালায় রাজি কিনা, তা সম্বলিত একটি বাটন প্রদর্শিত হবে।

আজকে এ-পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং আমার সাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ। পরবর্তীতে কোন বিষয়ে আর্টিকেল প্রয়োজন, তা কমেন্ট বক্সে জানাবেন।


উপর্যুক্ত চিত্রগুলি সম্পূর্ণ রেজ্যুলেশনে দেখতে চিত্রের উপর ক্লিক করুন।alert-info


লিখেছেন: আব্দুল্লাহ আন নাহিয়ান