বাংলা টাইপফেস/ফন্ট ডিজাইন অ্যাডভান্স কোর্স | Bangla Font Design
বাংলা ফন্ট ডিজাইন অ্যাডভান্স কোর্সের ২য় পর্বে আপনাকে স্বাগত। বিগত পর্বে সহজেই টাইফেস ডিজাইন করার বিভিন্ন উপকারী টিপস শেয়ার করা হয়েছে। যেগুলো ফন্ট তৈরিতে আপনাকে সাহায্য করবে। ২য় পর্বে আরও কিছু উপকারী বিষয় শেয়ার করা হবে।
বাংলা টাইপফেস/ফন্ট ডিজাইন অ্যাডভান্স কোর্স |
টাইপফেস ডিজাইনের ক্ষেত্রে আপনাকে অক্ষরগুলোর প্রশস্তের প্রতি লক্ষ রাখতে হবে। যেন, একে বারে বেশি বা কম প্রশস্ত না হয়ে যায়। তবে, আকারভেদে অক্ষরের প্রশস্ততা কম-বেশী হতে পারে। উদাহরণ স্বরূপ: ব, র, ৰ, ৱ বর্ণগুলোর প্রসস্থতা একই রকম। তবে, ক, ঝ, ঋ এগুলোর থেকে একটু বেশী প্রশস্ত। বিগত পর্বে আমি বেসিক কিছু বর্ণমালার লিস্ট দিয়েছিলাম। যেগুলো ডিজাইন করলে বাকি বর্ণমালা ডিজাইন করা সহজ হয়ে যায়। এ পর্বে আমি দেখাব, কোন বর্ণে মাপ কতটুকু রাখলে ভালো হবে। এ নিয়ে নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আশা করি, এতে উপকৃত হতে পারবেন।
ব = ব, র, ৰ ৱ
এগুলো থেকে একটু প্রশস্ত হবে ঋ, ক, ঝ বর্ণগুলো। কেননা, এ বর্ণগুলোর পার্শ্বে অতিরিক্ত অংশ রয়েছে। ব বর্ণের থেকে একটু প্রসস্ত হবে ঢ বা এ জাতীয় মুক্ত বর্ণমালাগুলো।
ঢ= ট, ঢ, ঢ়, চ
এগুলো থেকে ছ বর্ণটি একটু প্রশস্ত হবে । ঢ বর্ণের থেকে একটু প্রশস্ত হবে য বা এ জাতীয় মুক্ত বর্ণমালাগুলো।
য= য, য়, খ, ঘ, ষ, থ
ন= ন, ণ, হ, ই
ড= ড, ড়, ঙ, ভ, স
ত= ত, ও, এ
তবে, একটু প্রসস্থ হবে অ, আ, ঐ, ঔ এবং ঞ বর্ণগুলো।
আপনি উপরোল্লিখিত পদ্ধতি অনুসারে ডিজাইন করতে পারেন। এতে করে আপনার ডিজাইনটি বেশ সুন্দর দেখাবে। আপনি যদি ক্রিপ্ট ফন্ট ডিজাইন করেন। তাহলে, এ নিয়ম অনুসরণ করাটা আপনার জন্য অত্যাবশ্যকীয় নয়। তবে, প্যারাগ্রাফ ফন্টের জন্য অনুসরণীয়।
- মুস্তফা সাঈদ মুস্তাক্বীম।
তারিখ: ২৯/৬/২০২১ ইং
এক নজরে পুরো কোর্সের লিংক:
একটি মন্তব্য পোস্ট করুন