বাংলা ফন্ট : অতীত ও বর্তমান এবং ইতিহাস | Bangla Font Download Site List
প্রাচীনকালে জ্ঞান-বিজ্ঞান, সভ্যতা তথ্যটা উন্নত ছিল না। মানুষ চামড়ার উপর লিখতে অভ্যস্ত ছিল। কালের বিবর্তনের সাথে সাথে উন্নত হয়েছে প্রযুক্তি। স্মার্টফোন হোক বা কম্পিউটার, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ব্যক্তিগত কাজ সর্বক্ষেত্রেই ফন্ট ব্যবহার করা হয়। ডিজাইনারগণ শ্রম, সময় ও মেধাকে কাজে লাগিয়ে ফন্ট তৈরি করে থাকেন। যেগুলো আমরা নিত্যদিনের কাজে ব্যবহারের জন্য স্বল্প মূল্যে বা বিনামূল্যে ডাউনলোড করে থাকি।
বাংলা ফন্ট : অতীত ও বর্তমান এবং ইতিহাস |
সর্বপ্রথম বাংলা ফন্ট তৈরির ইতিহাস:
১৯৭৮ সালের পূর্বে কোন বাংলা ফন্ট ছিল না। অতীতের দিকে তাকাই, তাহলে দেখতে পাব যে যন্ত্রে বাংলা হরফের জন্ম হচ্ছে ১৭৭৮ সালে প্রকাশিত হলহেডের ব্যাকরণ বইয়ের মাধ্যমে। তখন উইলকিনস নামক একজন ইংরেজ বাংলা হরফের ডিজাইন তৈরি করেন এবং পঞ্চানন কর্মকার নামক এক বাঙ্গাল ছেনি কেটে সিসা দিয়ে বাংলা হরফ তৈরি করেন। তাছাড়া, সে সময় প্রযুক্তি ততটা উন্নত ছিল না। বিধায়, ফন্ট তৈরির কাজটি বেশ দুরূহ ছিল।
বাংলা ফন্ট এর অতীত ও বর্তমান:
প্রযুক্তির দিন দিন উন্নত হওয়ার সাথে সাথে বাংলা ফন্ট তৈরি কাজটিও তুলনামূলক সহজ হয়েছে। সাধারণত ডিজাইনারগণ Adobe Illustrator বা এজাতীয় সফ্টওয়্যার দিয়ে প্রতিটি অক্ষ আলাদা আলাদা ভাবে ডিজাইন করে থাকেন। অতঃপর fontlab বা এজাতীয় স্টওয়্যার দিয়ে ফন্টটি ডেভলপের কাজটি সম্পন্ন করে থাকেন। তাছাড়া, পূর্বের তুলনায় বর্তমানের বাংলা ফন্ট গুলো সুন্দর ও বৈশিষ্ট্যমণ্ডিত।
বাংলা ফন্ট ডাউনলোড সাইটের তালিকা:
- ফন্টবিডি
- লিপিঘর
- অক্ষর ৫২
- লিপিকা-৫২
- বেঙ্গল ফন্টস
- বর্ণ৫২
- বর্ণশোভা
- বঙ্গ ফন্ট
- টাইপোবাজ
- বাংলা বর্ণ
- বাংলা ফন্ট লাইব্রেরি
একটি মন্তব্য পোস্ট করুন